Tuesday, August 31, 2010

BHORAAI

ভোরাই

সূর্য শুভ বন্দ্যোপাধ্যায়

পূবদিক রাঙ্গা হয়ে এল

হাওয়ায় মিশে পাখীর কলতান।

ছেঁড়া ছেঁড়া মেঘে ভেসে বেড়ায়

আমাদের ভরসারা...

কাল রাতে বড় রক্ত ঝড়েছে।

বাতাস ভারী ছিল

বারুদের বাষ্পে...

নতুন সকালে

আজানের সুর আর শঙ্খধ্বনীতে

কেমন অচেনা কাঙ্খিত শান্তি আজ।

গাজায় বাজেনি রণদুন্দুভি,

পাহাড়ের বিদ্রোহে কাঁপেনি সমতল,

গর্জে ওঠেনি বনাঞ্চল,

কাঁটা তারের দু'পাশেই

আলস্য ভাঙ্গা নতুন দিন।

স্বপ্ননীল মায়াময় সুর...

তুমি চাওনি এমন ভোর?

মিঠে রোদ গায়ে মেখে

এসো না, এক সাথে পথ হাঁটি

ছায়া-প্রাচীর মুছে দিয়ে

তোমার আমার প্রভাতফেরি...

No comments:

Post a Comment